As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1431

হালাল হারাম

প্রকাশকাল: 30 Dec 2009

প্রশ্ন

আমার একটি মাসাআলাহ জানার ছিল… আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের বডিস্প্রে কিনে ব্যাবহার করি.আসলে এগুলো ব্যাবহার করা কি হালাল না হারাম.?

উত্তর

সাধারণত এগুলো হালাল। তবে কোন স্প্রে তে যদি এমন কোন পদার্থ থাকা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যা ব্যবহার করা মুসলমানের জন্য হারাম, যেমন, শুকুরের শরীরের কিছু তাহলে সেই স্প্রে ব্যবহার করা জায়েজ হবে না।