As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1422

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 Dec 2009

প্রশ্ন

১। প্রতিষ্ঠিত সরকার দেশে অবস্থিত জনগনের কি যাকাত দিতে হবে,প্রেক্ষাপট (বাংলাদেশ) আমরা তো সরকার কে টাক্স দেই। টাক্স কি যাকাত হবে?
২। ফসলের যাকাত দেওয়া সঠিক বিধান কুরআন ও সুন্নার আলোকে জানতে চাই?

উত্তর

ট্যাক্স যাকাত নয়। যাকাত প্রাপ্যদেরকে যাকাত দেয়া ফরজ। আর ট্যাক্স দেশ চালতে সহযোগিতা। দুটি বিষয়কে এক করা যাবে না। সরকার না চাইলে ট্যাক্স নাও নিতে পারেন। তবে যাকাত অবশ্যই দিতে হবে। ২। ফসলের যাকাতের ক্ষেত্রে সংক্ষেপ কথা হলো ১৭ মনের মতো ফসল হলে যাকাত দিতে হবে। কতটুকু দিতে হবে কিভাবে দিতে হবে বিস্তারিত জানতে পড়ুন শায়খ ড. আব্দুল্লহ জাহাঙ্গীর রহ.রচিত বাংলাদেশে উশর বা ফসলের যাকাত বইটি।