As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1406

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 Dec 2009

প্রশ্ন

আচ্ছালামুআলাইকুম। জনাব,আপনাদের আস-সুন্নাহ ট্রাস্ট নামক এই ওয়েব সাইট থেকে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহেমাহুমুল্লাহ) স্যারের কিছু বই ডাউন লোড করেছি। কিন্তু পড়তে গিয়ে বেশ বিব্রত হচ্ছি। এত অসুবিধা হচ্ছে,বারংবার বাধা প্রাপ্ত হচ্ছি, সে জন্য এখন আমি অন্য ওয়েব সাইড থেকে একই বই ডাউন লোড করার জন্য ভাবছি। কারণঃ-আপনারা বই এর পেজের পৃষ্ঠার শেষ দিকে যে,www.assunnahtrust.com লিখে দিয়েছেন ওটা ঠিক আছে। কোরানের আলো ওয়েব সাইডের ওনাদের বই গুলোতে হুবুহু আছে। তাতে কোন সমস্যা নেই। কিন্তু,আপনারা পৃষ্ঠার মাঝামাঝি যে আসসুন্নাহ ট্রাস্ট লিখে দিয়েছেন ওটার জন্যই সমস্যা হচ্ছে। কারণ, ওটা ইমেজ হলে সমস্যা ছিল না! ওটা আপনারা দিয়েছেন টেক্স বা ওয়েব লিন্ক হিসাবে। যার ফলে,পড়তে গিয়ে একটু মাউসের চাপ লাগলেই আপনাদের ওয়েব পেইজে কানেক্ট হওয়ার উপক্রম হয়……….জানি না এটা কেমন চিন্তা-ভাবনার ফসল। তবে বলাই বাহুল্য যে, সেবা মানেই হতে হবে বাঁধাহীন। সরল পথের দিকে আহ্বান করে পথে কাঁটা বিছিয়ে রাখাটা বোধগম্য নহে। আশা করি এ ব্যাপারে ভেবে দেখার আজ্ঞা হবে। যাযাকাল্লাহু খাইরান, সাউদি,রিয়াদ থেকে, মাহবুব আলম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নির্ভেঝাল খেদমতই আমাদের উদ্দেশ্য। এই কারণেই তো অন্যরাও আমাদের বইগুলো তাদের ওয়েবসাইটে দিতে পারছে। আমরা এগুলো করেছি পাঠকদের উপকারের জন্যই । তবে যদি এতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমরা সবচেয়ে ভাল যেটা হয় সেটা করবো। আপনাদের পরমর্শ আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। আক্রমনাত্নক কোন কথা কোন মূমিনের কাছ থেকে কাম্য নয়।