As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1404

হাদীস

প্রকাশকাল: 3 Dec 2009

প্রশ্ন

১/ যয়ীফ হাদীস এর আমল কি করা যাবে? ১২৪০ নং প্রশ্নের উত্তর থেকে জানতে পারলাম যে শুরা হাশরের আমলটা যয়ীফ। আমি যে মসজিদে সালাত পড়ি সেই মসজিদের ইমাম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা করেছে তিনি বললেন যে যয়ীফ হাদীস আমল করা যাবে। তাই তিনি নিয়মিত ফজরের সালাতের পর মুসুল্লিদেরকে নিয়ে শুরা হাশরের আমল করে?

উত্তর

এই ধরণের আমলের ক্ষেত্রে হাদীস যয়ীফ হলেও আমল করা করা যায় বলে আলেমরা বলেছেন। তবে মুসল্লিদেরকে নিয়ে একসাথে সারা বছর করা উচিৎ নয়। বরং সহীহ হাদীস দ্বারা সাব্যস্ত আমলগুলোকে আরো বেশী গুরুত্ব দেয়া উচিত।