১/ যয়ীফ হাদীস এর আমল কি করা যাবে? ১২৪০ নং প্রশ্নের উত্তর থেকে জানতে পারলাম যে শুরা হাশরের আমলটা যয়ীফ। আমি যে মসজিদে সালাত পড়ি সেই মসজিদের ইমাম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা করেছে তিনি বললেন যে যয়ীফ হাদীস আমল করা যাবে। তাই তিনি নিয়মিত ফজরের সালাতের পর মুসুল্লিদেরকে নিয়ে শুরা হাশরের আমল করে?