As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1401

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 Nov 2009

প্রশ্ন

Assalamualikum: Choker dristy sokty branor ki kono amol asa? Janala upokoritro hobo.

উত্তর

উ্ত্তর: ওয়া আলাইকুমুস সালাম। চোখের দৃষ্টি শক্তির জন্য কোন আলাদা দুআ আছে বলে জানা নেই। তবে নিচের দুআটি রাসূলুল্লাহ সা. করতেন। হাদীসটি সহীহ মুসলিমে উল্লেখ আছে, হাদীস নং ১৮৩৫। اللَّهُمَّ اجْعَلْ فِى قَلْبِى نُورًا وَفِى لِسَانِى نُورًا وَاجْعَلْ فِى سَمْعِى نُورًا وَاجْعَلْ فِى بَصَرِى نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِى نُورًا وَمِنْ أَمَامِى نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِى نُورًا وَمِنْ تَحْتِى نُورًا. اللَّهُمَّ أَعْطِنِى نُورًا দুআটির সংক্ষিপ্ত অর্থ হলো: হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করুন, আমার জিহ্ববাতে নূর দান করুন, আমার কানে নূর দান করুন, আমার চোখে নূর দান করুন, আমার সামনে পিছনে নূর দান করুন, আমার উপরে ও নীচে নূর দান করুন এবং আমাকে নূর দান করুন। সুতরাং এই দুআটি আপনি পড়তে পারেন। আশা করি উত্তর পেয়েছেন।