১/ ফজরের ফরয সালাতের পর কেউ বসে যিকির/কুরআন পড়লে পূণ হজ্জ ও পূণ ওমরার নেকী পাবে (তিরমিযী হাদীস/৯৭১)। আমি শহরে থাকি। শহরের মসজিদগুলো ফজরের সালাতের পর বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি কি আমার ঘরে এই আমল করতে পারি?
২/ জামায়াতে ৩য়/৪থ রাকাতে শরীক হলে অন্য রাকাতগুলোতে কি অন্য সূরা মিলাতে হবে? এবং সুন্নাত সালাতে ৩য়/৪থ রাকাতে কি অন্য সূরা মিলাতে হবে?
৩/ রুকু থেকে উঠে এবং দুই সিজদার মাঝে আমাদের নবী দীঘক্ষণ দোয়া করতেন দোয়াগুলো কি কি দয়া করে জানাবেন?