As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1392

হাদীস ও উসূলুল হাদীস

প্রকাশকাল: 21 Nov 2009

প্রশ্ন

নিচের হাদিস টির সত্যতার ব্যপারে চাইঃ একদা রাসুলে পাক ( সা:)
মৌমাছিকে প্রশ্ন করলেন, তুমি কি ভাবে মধু তৈরী কর?
মৌমাছি বিনয়ের স্বরে বলল, ইয়া রাসুলাল্লাহ (সা:)আমি বাগানে গিয়ে হাজার রকমের ফুলের রস চুষে নেই। পেটের ভিতর একত্রিত ও মিশ্রিত করে বের করলে তা মধুতে পরিণত হয়। রাসুলে করীম(সা:) বললেন, অনেক ফুলের রস তো টক ও তিক্ত। কিন্তু সব মধু মিষ্টি হয় কেন?
মৌমাছি উত্তরে বললো, গুপত চুঁ খানীমে বর আহমদ দরুদ,
মী শুওয়াদ শীরীনে ওয়া তালখী রারে বৌদ। __অর্থ্যাৎ- আমাকে আল্লাহ তায়ালা কুদরতী ভাবে শিক্ষা দিয়েছে যে, বাগান থেকে ফুলের রস নিয়ে বাসায় আসার সময় যেন আপনার উপর দরুদ শরীফ পাঠ করি। আর ঐ দরুদ শরীফের বরকতেই মধু মিষ্টি হয় এবং এ মধু সকল রোগের শেফা হয়। __সুবহানাল্লাহ !!!!(মসনবী_শরীফ)

উত্তর

দেখুন, মসনবী শরীফ কোন হাদীসের কিতাব নয়। সুতরাং মসনবীতে থাকা না থাকার কোন অর্থ নেই। এই ধরণের কোন হাদীস আছে বলে মনে হয় না। তারপরও যদি কেউ আরবী পাঠ দেন তাহলে খঁজে দেখা যেতে পারে।