আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ১. কর্ম ব্যস্ততার কারণে প্রতিদিন যোহেরের নামাযের প্রথম চার রাকাত সুন্নত পড়া হয় না, এ ক্ষেত্রে হুকুম কী? ২. রুমের মধ্যে দরজা লাগিয়ে নামায আদায় করার সময় যদি কেউ কয়েক বার ডাকা-ডাকি করে এ ক্ষেত্রে কি নামাযে মধ্যে তার ডাকের উত্তর দেয়া যাবে, না কি উত্তর দিলে নামায ভেঙে যাবে? ৩. মসজিদে ফরজ নামায আদায়ের কতক্ষণের মধ্যে ঘরে এসে সুন্নত আদায় করা যায়?
ধন্যবাদ । ।