ইসলামে হালালা/হিল্লা বিয়ে করার বিধান কি আছে? যদি কেউ ফতুয়া দেয় হালালা/হিল্লা বিয়ে দেওয়ার জন্য এবং যার জন্য দেওয়া হয় এই দুজন এর জন্য ইসলাম এ কি কোন শাস্তির কথা বলা হয়েছে?
যদি কোন বেক্তির স্ত্রী তাকে divorce পত্র পাঠানোর পর সে গ্রহন না করে। কিন্তু স্ত্রী যোগাযগ না রাখার কারনে স্বামী যোগাযোগ করার চেষ্টা করেও কোন লাভ হয় নি। যার ফলে দের বছর পর্যন্ত তাদের মাঝে যোগাযোগ বিছিন্ন থাকে। এখন স্ত্রী আবার সংসার করতে রাজি হয়েছে। এখন কি তারা সংসার করতে পারবে? যদি পারে তাহলে কি ভাবে? কোরয়ান ও হাদিসের দলিল দিয়ে জানালে উপক্রিত হব। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।