৪০ দিন চিল্লা অর্থাৎ ৪০ দিনের জন্য বাড়ির বাইরে গিয়ে আল্লাহর পথে মানুষকে ডাকা তাবলীগ জামাতের একটি কর্মসূচী। যেমন, আমরা মাদ্রাসায় নিয়ম করেছি যে, ৩০ দিন পর ছাত্ররা ২দিন ছুটি পাবে। এখানে কুরআন-হাদীসের কী দরকার বুঝলাম না। তারা তো বলেন না যে, ৪০ দিনের কম হলে বা বেশী হলে গুনাহ হবে অথবা কুরআন হাদীসে ৪০ দিন যাওয়ার কথা বলা হয়েছে। এটা একটা সাংগঠনিক নিয়ম মাত্র। এমন নিয়ম অন্যান্য সকল সংঠনের আছে। যেমন দুই বছর পর পর সম্মেলন করা ইত্যাদি। আপনার যদি ইচ্ছা হয় এর চেয়ে বেশী দিনের জন্য যান, কেউ আপনাকে বাধা দিবে না। তবে যখন কোন প্রতিষ্ঠানে কাজ করা হয় তখন তার নিয়ম-কানুন মেনে চলতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। সুতরাং এই নিয়ে অহেতুক গবেষণা নিষ্প্রয়োজন। আশা করি আপনার উত্তর পেয়েছেন।