আপনার এই প্রশ্নের উত্তরের জন্য তো একটা বই লেখা দরকার।সংক্ষেপে আপনার প্রশ্নের উত্তর হলো, আমারা যেভাবে নাময পড়ি এটা সঠিক। একটা কথা মনে রাখবেন, নামাযের কোন কোন কাজের একাধিক পদ্ধতি সুন্নাহ দ্বারা প্রমানিত, সেসব কাজের বিষয়ে মতবিরোধে লিপ্ত হওয়া কাম্য নয়। যেমন, রাফয়ে ইয়াদাইন করা বা না করা। উভয়টিই সহীহ হাদীস দ্বারা প্রমানিত। ভাই, নামাযের নির্দিষ্ট কোন বিষয়ে জানার থাকলে লিখবেন।