আসসালামুয়ালাইকুম। এক পীর সাহেবের আনুসারী তার বয়ানে জিকির করতে করতে লাফা লাফি করার পক্ষে যুক্তি দিতে গিয়ে একটি হাদিস পেশ করলেন, যার সারমর্ম এই যে রাসুল্লাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশার (রা) ঘরে ছিলেন, কিন্তু যখন আযান হল তখন তার চেহারা পরিবর্তিত হয়ে গেল, তিনি কাওকে চিনতে পারছিলেন না, এমনকি আয়েশাকেও না, তিনি বললেন আয়েশা কে? যখন বলা হল, বিনতু আবি বকর, তিনি (সঃ) বললেন আবু বকর কে? যখন বলা হল, বিন আবু কুহাফা, তিনি বললেন আবু কুহাফা কে? … ইত্যাদি ইত্যাদি। ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=oy84l5SQ23k এখানে উল্লেখ্য যে আমি একটি হাদিস পরেছিলাম যেখানে আযান শুনার পর রাসুল্লাল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চেহারা পরিবর্তিত হওয়ার কথা ছিল কাওকে না চিনার কথা ছিল না। এ ব্যপারে সহিহ হাদিসটি জানতে চাই, এবং লিঙ্ক এর ভিডিওটিতে যে হাদিস বয়ান করা হয়েছে তার সত্যতা জানতে চাই, যাযাকুমুল্লাহ।