As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1373

যিকির দুআ আমল

প্রকাশকাল: 2 Nov 2009

প্রশ্ন

আস সালামু আলাইকুুম প্রশ্ন ১: আমার বাবা গত শুক্রবার খুতবা শোনা অবস্থায় মসজিদে ইন্তেকাল করেছেন ৷ এতে কি তিনি কোনোপ্রকার উপকৃত হবেন? প্রশ্ন ২: সন্তান হিসেবে তার জন্য আমরা কী কী এবং কীভাবে করতে পারি যাতে তিনি পরকালে উপকৃত হন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নেক আমলরত অবস্থায় মারা যাওয়া নি:সন্দেহে ভাল। এর চেয়ে বেশীকিছু আমাদের না বলা উচিৎ। আল্লাহ ভাল জানেন। ২। মানুষ নেক সন্তান রেখে গেলে সন্তানের সওয়াবের একটি অংশ তিনি এমনিতেই পান। নিচের হাদীসটি দেখুন: عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ আবু হুরায়রা রা. বর্ণিত যে, রাসূলুল্লাহ সা. বলেছেন, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল ব্যাতিত। ১. সদাকায়ে জারিয়া, ২. এমন ইলম যার মাধ্যমে মানুষ উপকার পায়, ৩. সৎ ছেলে যে তার জন্য দুআ করে। সহীহ মুসলিম, হাদীস নং ৪৩১০। সুতরাং আপনাদের উচিৎ ইসলামের বিধিবিধান অনুযায়ী চলা, যত বেশী সম্ভব ভাল কাজ করা এবং দুআ করা। । এছাড়া কয়েকটি হাদীসে পিতা-মাতার জন্য রাসূলুল্লাহ সা. দান-সদকা করতে বলেছেন। উম্মুল মুমিনীন হযরত আয়েশা রা.বলেন, ، أَنَّ رَجُلاً قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسَهَا وَأُرَاهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا قَالَ نَعَمْ تَصَدَّقْ عَنْهَا একজন লোক নবী সা. কে বললেন, আমার আম্মা মারা গেছেন। আমি ধারণা করছি যদি তিনি কথা বলতে পারতেন তাহলে দান সাদকা করতেন। আমি কি তার জন্য দান করবো? রাসূলুল্লাহ সা. বললেন, হ্যাঁ, তাঁর জন্য দান করো। সহীহ বুখারী, হাদীস নং ১৭৬০। অন্য আরেকটি হাদীসে আছে, أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُم ، أَخَا بَنِي سَاعِدَةَ تُوُفِّيَتْ أُمُّهُ وَهْوَ غَائِبٌ فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا فَهَلْ يَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا قَالَ نَعَمْ قَالَ فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِي الْمِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا সাদ ইবনে উবাদা রা. এর অনুপস্থিতিতে তাঁর আম্মা মারা গেলেন। তিনি নবী সা. এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার অনুপস্থিতিতে আমার আম্মা মারা গিয়েছেন, যদি আমি তার জন্য কোন কিছু সাদকা করি তাহলে কি তা তাঁর কোন উপকারে আসবে? রাসূলুল্লাহ সা. বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে আমি আপনাকে সাক্ষী করে বলছি, মিখরাফের আমার বড় খেজুর বাগানটি তার জন্য দান করে দিলাম। সহীহ বুখারী,হাদীস নং ১৭৬২। জামে তিরমিযী, হাদীস নং৩৬৫০। তিরমিযীতে হাদীসটি একটু বিস্তারিত বর্ণিত আছে। সুতরাং সন্তানদের উচিৎ পিতা-মাতার জন্য নেক আমল করা, দুআ করা, দান-সদকা করা, পিতা-মাতার বন্ধু ও আত্নীয়দের সাথে ভাল ব্যবহার করা ইত্যাদি।