আমি গার্মেন্টস এ হিসাব রক্ষক হিসেবে চাকুরী করি। এতে আমাকে সুদ ঘুষ এর হিসাব রাখতে হয় এবং এখানে মহিলা শ্রমিক কাজ করে। আমার এ চাকরিক্ষেত্র প্রাপ্ত বেতন কি হালাল হবে?
জনৈক ব্যাক্তি বলেছেন নারী থাকার কারনে হালাল হারাম নিয়ে সন্দেহ হয়ে গেল। আর আমি রাসুল (সঃ) এর হাদিস জানি যে উনি সন্দেহ কে চুরান্ত হারাম বলেছেন। এই বেপারে আপনার অভিমত কি? দয়া করে জানাবেন। উপরোক্ত বিষয়দ্বয়ের;ক্ষেত্র যদি বাবা মা বাধ্য করে তাহলে কি হারাম জেনেও কাজ করা ঠিক হবে?