আসসালামু আলাইকুম। আমার বয়স ২২ বছর, একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনা শেষ করতে আরও তিন বছর সময় লেগে যাবে। পরিবারে বিয়ের ব্যাপারে কোনো উদ্যগ নেই কিন্তু আমি বিয়ের প্রয়োজনীয়তা অনুভব করছি। আল্লাহর রহমতে ইতমধ্যে একজন দ্বীনদার ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসছে। ছেলেটিকে আমি চিনি ও জানি। বিয়ের ব্যাপারে সে আমার পরিবারের সাথে কথা বলেছে এবংসার্বিকভাবে বোঝানোর চেষ্টা করেছে। আল্লাহর রহমতে সবাই রাজি বাবার ছেলেও পছন্দ কিন্তু আমার বাবা এখন বিয়ে দিতে রাজি নন। তাকে অনেক বোঝানো হয়েছে কিন্তু আমার পড়াশোনা শেষ না হওয়ার আগে তিনি কোনমতেই বিয়ে দিতে রাজি নন। কিন্তু আমি পাপ থেকে বেচে থাকতে চাই। এ ক্ষেত্রে যদি বিয়ে করলে সেটা বৈধ হবে কিনা?