আসসালামুয়ালাইকুম, অসংখ্য ধন্যবাদ 1309 নাম্বার প্রশ্নের উত্তর দেয়ার জন্য। আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, আমীন। এখন আমল করার আগে কিছু ব্যপার নিয়ে দ্বিধায় পরেছি তাই 1309 প্রশ্নোত্তর থেকেই আবার প্রশ্ন করছি। কম্পানির জব, আমার ফিল্ডের সরকারি জব, ও বি,সি,এস এই তিনটা সেক্টরের ভিতড় আমার কোন দিকে চেষ্টা করা উচিত এটা জনার জন্য কিভাবে এস্তেখারা করব- ১) তিনটা উদ্দ্যেশ্য এর জন্য কি একে একে তিনবার এস্তেখারা করব? তিনবারে করলে কত দিন পর পর করব? ফলাফল কি ভাবে বুঝব। ২) নাকি তিনটা উদ্দ্যেশ্যকে টার্গেট করে একবারেই করব? এ ক্ষেত্রেও ফলাফল কি ভাবে বুঝব। ৩) রাহেবেলায়েত সহ বিভিন্ন হাদিস বই এ এস্তেখারার দোয়া বিভিন্ন রকম। যদিও সবগুলোর বাংলা অর্থ কাছাকাছি। সহি দোয়া কোনটা? উল্ল্যেখ্য যে এর আগে বেশ কয়েকটা কম্পানির জবের জন্য চেষ্টা করেছি এবং প্রত্যেকবার এস্তেখারা করেছি, দেখা গেছে ২/৩টা চাকরি হওয়ার খুব বেশি সম্ভাবনা ছিল কিন্তু যেই এস্তেখারা করেছি সেই চাকরি হঠাৎ করেই হাত ছাড়া হয়ে গেছে এবং আমি এখনো বেকার আছি। তাই ধিরে ধিরে আমার মনে বিশ্বাস জন্মেছে আল্লাহ বোধহয় আমার জন্য অন্য কিছু নির্ধারন করেছেন, সেক্ষেত্রে আমি সেই দিকে অগ্রসর না হলে আমার শুধু শুধু সময় নষ্ট হবে। এজন্যই এভাবে সবগুলো সেক্টর নিয়ে যাচাই করার চেষ্টা করছি।