আসসালামুআলাইকুম আমার প্রশ্ন হলো (১),যানবাহনে চলাচলের সময় নামাজের নিয়ম কি? বিশেষ করে গাড়িতে চলার সময়। (২)আমি একজন চাকুরীজীবী। অফিস থেকে ফেরার পথে আসর নামাজ অথবা মাগরিবের নামাজের সময় গাড়িতে থাকতে হয়। অনেক সময় অজু করাও থাকে না। অজুর প্রয়োজন হয়। নামাজের টাইম হলে গাড়ি থেকে নেমে নামাজ আদায় করে আবার গাড়িতে উঠা খুব অসুবিধা হয় এবং অনেক সময় অপচয় হয়। এই অবস্থায় আমার কি করনিয়ো দয়া করে জানাবেন। (৩) ফজরের ফরজ নামাজ শেষে সূর্য উদয়ের আগে সময় থাকলে ফজরের সুন্নত পরা যাবে কি না? না কি সূর্য উদয়ের পরে সুন্নত নামাজ পরতে হবে?