As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 135

আকীকা

প্রকাশকাল: 13 Jun 2006

প্রশ্ন

আক্বীকা আদায় না করে ঐ ব্যক্তি কোরবানি আদায় করতে পারবে কি? আমার আক্বীকা আদায় করেনি আমার বাবা মা আমি আক্বীকা আদায় না করে কোরবানি আদায় করতে পারবো কি?

উত্তর

আকীকা করা সুন্নাত বা মুস্তাহাব আর কোরবানী করা ওয়াজিব। কোরবানীর সাথে আকীকার কোন সম্পর্ক নেই। আকীকা করা না হলেও কোরবানী যার উপর ওয়াজিব তাকে অবশ্যই কোরবানী করতে হবে।