assalamu alaikum, kono bekti amake salam dear por ami salam ar jobab dilam. tarpor shathe sathe ami ki oi bektike abar salam dite parbo? aktu bujhie bolben
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। সালাম হলো একেঅপরের জন্য আল্লাহর কাছে দুআ করা। যখন একজন সালাম দিবেন আর অপরজন সালামের উত্তর দিবেন তখনতো উভয়েই একেঅপরের জন্য দুআ করলেনই তখন আবার সালাম দেয়ার কী দরকার। অনেকে না বুঝে এমন করেন, এটা করার কোন অর্থ নেই, এটা একটি অহেতুক কাজ। তবে দিলে গুনাহ হবে বিষয়টি কিন্তু এমন নয়।