ওয়া আলাইকুমুস সালা। আল্লাহ আপনাদেরক এবংআমাদের সবাইকে ভাল রাখুন। ইমাম নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখবেন তেলাওয়াত বিশুদ্ধ আছে কি না এবং নামাযের জন্য সাধারণ প্রয়োজন মাসআলাগুলো জানে কি না। সম্ভব হলে একজন আলেমকে ইমাম নির্বাচন করবেন, যিনি কোন মাদ্রাসা থেকে পড়া শেষ করেছেন। এরপর সুন্নাত অনুযায়ী তিনি তার জীবন ও পরিবার পরিচালনা করেন কি না এগুলো দেখবেন। মোটামুটি এতটুকুই বলা যায়।