As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1323

সফর

প্রকাশকাল: 13 Sep 2009

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম, দূর যাত্রায় যেমন এক দিনের কোন যাত্রায় এদেশে কোন মাহরাম মহিলা সাথে নিয়ে গেলে মহিলার সালাত কিভাবে আদায় করা যাবে? পুরুষের জন্য মসজিদ আছে,কাজেই সফরে তারা সেখানেই নেমে সালাত আদায় করতে পারে,কিন্তু মহিলাদের জন্য কোন ব্যবস্থা না থাকায় এই প্রেক্ষিতে মহিলাদের কি করা উচিত?সাপোস চট্টগ্রাম থেকে খুলনার যেতে প্রায় একদিন চলে যায়। কাজেই কোন না কোন ওয়াক্ত মহিলার সালাত রাস্তায় পড়তেই হবে! এবেপারে যদি একটু বিস্তারিত বলতেন খুব ভাল হতো।

উত্তর

উ্ত্তর: ওয়া আলাইকুমুস সালাম। এই সমস্যার সমাধান খুবই সহজ। আপনি যখন মসজিদে গিয়ে সালাত আদায় করবেন তখন মাহরাম মহিলাকেউ উক্ত মসজিদে নিয়ে গিয়ে একপ্রান্তে সালাত আদায় করাবেন। এতে শহরাঞ্চলে কেউ আপত্তি করবে না। তবে গ্রামে হয়ত কেউ না জেনে আপত্তি করতে পারে। আমি নিজেও এভাবে করি। আল্লাহর রহমতে কেউ আপত্তি জানায় না। বরং প্রসংশা করে। এমন কি কোথাও মসজিদ না থাকলে যে কোন স্থানে বা খোলা মাঠেও মহিলা সালাত আদায় করতে পারে।