As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1315

অর্থনৈতিক

প্রকাশকাল: 5 Sep 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি পদার্থ বিজ্ঞানের একজন ছাত্র। আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল, বিশ্ববিদ্যালয় এর শিক্ষক হওয়া। কিন্তু আমি কিছুদিন আগে এক মুরব্বির কাছে শুনলাম যে, যে প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে পড়ে পর্দা ছাড়া সে প্রতিষ্ঠানে চাকরি করা না জায়েজ। এর পর আমি ইন্টারনেট এ একটি ইসলামিক আস্কিং সাইটের মাধ্যমে জানলাম, তারা ও মোটামোটি একই কথা বলছেন। শুধু চাকরি করা না, পড়াশুনা ও নিষিদ্ধ। আমি এই বিষয়ে একটু জানতে চাই? আমি স্যার কে অনেক সম্মান করতাম। আল্লাহ তাকে বেহেশত দান করুন। আমাকে এই বিষয়ে একটু জানাবেন। আমি কি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে পারবো?
বিঃ দ্রঃ- কলেজ বা বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে একসাথে বা শুধু মহিলা কলেজ হতে পারে। আমাকে এই বিষয়ে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এমন কোন প্রতিষ্ঠানে আপনি যাবেন না যেখানে ছেলে-মেয়ে একসাথে পড়াশোনা করে অর্থাৎ সহশিক্ষা প্রতিষ্ঠানে। এটাই কুরআন-সুন্নাহর অভিমত। ছেলে এবং মেয়েরা নিজ নিজ ক্ষেত্রে কাজ করবেন না। ছেলেরা মেয়েদের সাথে কাজ করবে না তেমনি মেয়েরাও ছেলেদের সাথে কাজ করবে না। অল্লাহ ভাল জানেন।