As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1313

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 Sep 2009

প্রশ্ন

Assalamu Alaikum admin. Amra jani sahih hadis Onusare Bidati Imam er pichone namaj porle hobena. Bidatir Pichone Namj pora ki jayej ar jodi bidati Imam chara ase pashe kono mosjid na thake tahole kivabe namaj porbo?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কেন সহীহ হাদীসে আছে বিদআতী ইমামের পিছনে নামায পড়া যাবে না সেটা রেফারেন্সসহ বললে উত্তর দেয়া সহজ হতো। যাই হোক, আপনি চেষ্টা করবেন সহীহ আক্বীদার ইমামের পিছনে নামায পড়ার। যদি সম্ভব না হয় তাহলে বিদআতি ইমামের পিছনেই নামায পড়বেন। জামাতা ত্যাগ করবেন না। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদা।