মাগরিবের সালাতের সময় জামাতে দুই রাকাত না পেলে, সালাত আদায়ের নিয়ম কি? (একটু বিস্তারিত বুঝিয়ে বললে খুব ভাল হত)
উত্তর
ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি উঠবেন। তারপর সূরা ফাতিহাসহ আরেকটি সূরা পড়ে রুকু-সাজদা দিয়ে বসবেন এবং তাশাহুদু পড়বেন এরপর দাঁড়াবেন। তারপর সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়ে রুক-সাজদা দিয়ে শেষ বৈঠকের মাধ্যমে সালাত শেষ করবেন।