As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 13

রোজা

প্রকাশকাল: 11 Feb 2006

প্রশ্ন

নাকের পানি টানলে যদি তা গলা দিয়ে চলে যায় তাহলে রোজা ভাঙ্গবে কি না?

উত্তর

হা, রোজা অবস্থায় যদি নাকের পানি টানা হয় এবং তা গলা দিয়ে চলে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে।