As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1289

বিবাহ-তালাক

প্রকাশকাল: 10 Aug 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি বিবাহ করেছি এক বছর আগে মেয়ের অভিভাবকের অনুমতি ছাড়া তবে তার মা আমাদের এই বিবাহ দিয়েছেন। এর আগে দুই বার আমার অভিভাবকে পাঠিয়েছিলাম বিবাহের প্রস্তাব নিয়ে তার বাবা বলেছিল আমাদের পড়ালেখা শেষে আমাদের বিয়ে দিবা। আমার উদ্দেস্য ছিলো তাকে ছহি ইসলাম শিখানো । আমি এখনো তার সাথে ফোনে যোগাযগ রাখি। মেয়ের পিতা জানে না। আমি কি করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অভিভাবক ছাড়া মেয়েদের বিবাহ জায়েজ আছে কি না তা নিয়ে বিতর্ক আছে। যদি জায়েজ আছে ধরে নেয়া হয় তাহলেও এই ধরণের বিয়েতে অনেক জটিলতা সৃষ্টি হয়। আপনাদের যেহেতু বিবাহ হয়ে গেছে এখন আপনার অভিভাবকদের বিষয়টি বলে সবকিছু ফয়সালা করে ফেলুন। আর আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চান। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0041নং প্রশ্নের উত্তর।