As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1288

সুন্নাত

প্রকাশকাল: 9 Aug 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্নঃ নিচের দুয়া গুলি একটি poster এ দেখতে পেলাম। এগুলির প্রতিটার দলিল আছে কি না আনতে চাই। ১. প্রতিদিন ১০ বার ফজরের সালাতের পর দুরুদ পাঠ করলে তার রুহ নবী ও সিদ্দিকিন দের মত সহজ ভাবে বের হবে। ২. যে প্রতি সালাতের পর সুরা তাওবার শেষ দুই আয়াত পরবে, সে হাশরের দিন রাসুল (সঃ) এর শাফায়েত পাবে, বিপদে পড়লে বিপদ দূর হবে, সে দিন মৃত্যু হলে শহিদী মৃত্যু হবে… ৩. কোন ব্যক্তির মৃত্যুর পর যদি ১০০০ বার বিসমিল্লাহ … পায় তবে তাকে আল্লাহ পাক তার ছায়ায় স্থান দিবেন। ৪. রাতে যে ব্যক্তি সুরা আল ইমরানের শেষ দশ আয়াত পরবে সে সারা রাত তাহাজ্জুদের নেকি পাবে। ৫. যে প্রতি সালাতের পর সুরা সাফফাতের ১৮০-১৮২ আয়াত পরবে, তাকে যথেষ্ট পরিমাব নেকি দেয়া হবে। যাকাল্লাহু খাইর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দেয়া কঠিন। আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি হাদীসে আছে সকাল সন্ধা ১০ বার করে দরুদ পাঠ করলে রাসূলুল্লাহ সা. এর শাফায়াত তার নসীব হবে। সহীহুত তারগীব ১/৩৪৫। এর বাইরে কোন ফজিলত আছে কি না আমাদের জানা নেই।