As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1274

যিকির দুআ আমল

প্রকাশকাল: 26 Jul 2009

প্রশ্ন

১২৭০ নাম্বার উত্তরের জন্য ধন্যবাদ । আমি ভেবেছিলাম আপনারা আমার উপর বিরক্ত হয়েছিলেন। আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমার আরেকটি প্রশ্ন হল, জাঝাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহালুহ এই দরুদটির কোন দলিল আছে কি?

উত্তর

ভাই, আপনাকেও আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিন যে, আপনি ধৈর্য্যসহ অপেক্ষা করেছেন। আসলে সব প্রশ্নের উত্তর সবসময় জানা থাকেনা আবার জানার থাকলেও দলীল সামনে না থাকলে দেয়া যায় না, কারণ আল্লাহর কাছে আমাদের সবকিছুর ব্যাপারে জবাবদিহিতা আছে। আপনার প্রশ্নওটি ছিল এরকম আমি জানতাম হাদীসটির কিছু অংশ নেই কিন্তু অন্য আলেমের মতামত খুঁজতে ছিলাম আর এতেই দেরী হয়ে গেছে। আপনার আজকের প্রশ্নের বিষয়ে বলি এই কথাটি হাদীসে আছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. এই কথাটি বলতে বলেছেন। হাদীসটির আরবী পাঠ হলো: عَنِ ابْنِ عَبَّاسِ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ قَالَ جَزَى اللَّهُ عَنَّا مُحَمَّدًا مَا هُوَ أَهْلُهُ أَتْعَبَ سَبْعِينَ مَلَكًا أَلْفَ صَبَاحٍ মুসনাদুশ শামিয়্যিন, ইমাম তবারনী, হাদীস নং ২০৭০। তবে শায়খ আলবানীসহ অন্যান্য মুহাদ্দিসগণ বলেছেন, হাদীসটি যয়ীফ জিদ্দান অর্থাৎ খুবই দুর্বল। দেখুন, যয়ীফ তারগীব ও তারহীব, হাদীস নং ১০৩৬।