As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1262

নামায

প্রকাশকাল: 14 Jul 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম ভাই। আশা রাখি ভালো আছেন।ভাই, আমি আলহামদুলিল্লাহ্ নিয়মিত যখন সলাতে যাই তখন মসজিদে ঢোকার পুর্ন দোয়া পড়ে ঢুকি আবার যখন বের হই তখনও পড়তে পড়তে বের হই। এক্ষেত্রে আমি মসজিদের মুল ফটক ব্যবহার করি। কিন্তু আমার এক বন্ধু বলল মসজিদে ঢোকার ক্ষেত্রে নাকি যেখান থেকে পায়ের জুতা খোলা হয় সেখান থেকেই দোয়া পড়তে হবে। এখন আমাদের মসজিদে ঢোকার তিনটি স্তর প্রথমে জুতা খুলে তারপর বারান্দা তারপর মূল ফটক। এখন আমার প্রশ্ন আসলে কোন নিয়মটা বেস্ট। জাযাকাল্লাহ!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বাভাবিকভাবে মসজিদসমূহে জুতা খুলার স্থানের পর থেকেই নামাযের জায়গা শুরু হয়, তাই জুতা খুলার স্থান থেকেই দুআ পড়া ভাল বলে মনে হয়।