ওয়া আলাইকুমুস সালাম। ভাই, একটি বিষয় লক্ষ্য করুন। ওয়ালিমা করবে ছেলের পরিবার। মেয়ের পরিবার নয়। এই ওয়ালিমা করার ক্ষেত্রে কেউ যদি তাদের আর্থিক সহায়তা করে তাহলে করতে পারে। স্বাভাবিক সহযোগিতার মত। এক্ষেত্রে মেয়ের পরিবার এবং অন্যান্য যে কোন মানুষ সমান। তবে প্রথা মানতে গিয়ে যদি মেয়ের পরিবার থেকে ছেলের পরিবার কিছু গ্রহন কর বা মেয়ের পরিবার দেয় তাহলে জায়েজ হবে না। কারণ এতে সমস্যা দুটি। এক. ইসলাম বিরোধী এই ধরনের প্রথা মানাকে ইসলাম সমর্থন করে না। দুই, অনেক সময় মেয়ের পরিবার অনিচ্ছা বা আর্থিক সচ্চলতা না থাকা সত্ত্বেও শুধু প্রথার কারণে দিতে বাধ্য হয়। এটা যৌতুকেরই একটা প্রকার। আশা করি বুঝতে পেরেছেন। এক্ষেত্র মেয়ের পরিবারের কেউ থাকা না থাকা সমান।