আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলঃ আমার আম্মাকে আমি যখন আমার কোন ব্যরথতার কথা বলি বা পরিক্ষা দিতে রওনা দেই তখন তিনি আমাকে Òআল্লাহ ভরসাÓ বলে সান্তনা দিয়ে থাকেন বা দোয়া করেন। এটাকে যদি আমি দোয়া মনে করি এবং এ দোয়ার করনে আল্লাহ আমাকে সাহায্য করবেন বিশ্বাস করি তাহলে আমার কোন গোনাহ হবে কিনা?
সান্তনা দেয়ার জন্য এর থেকে উত্তম কোন দোয়া থাকলে জানাবেন যা থেকে আমি ও আম্মা দুজনই উপকৃত হতে পারি। জাযাকাল্লাহ