আসসালামু আলাইকুম। শায়েখ আমার প্রশ্ন হল নিজের পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা ডাকা নিষেধ হলে । আপন শ্বশুর কে বাবা অথবা আব্বু বলা যাবে কি? আমার বাবা আমাদের দুই ভাই বোন কে রেথে মারা যায়। তার পর আমার দাদা আমার মাকে আমার ছোট চাচা সঙ্গে বিয়ে দেন। এখন তার সংসারেই আছি। তাকে আমরা বাবা ডাকতে পারবো কি না? একটু ব্যাখা করে বলবেন।