আপনি উক্ত মান্নত করার দ্বারা চরম অপরাধ করেছেন। প্রথমত: রাজারবাগীরা কঠিন শিরক ও বিদআতে লিপ্ত। সুন্নাত অনুসারী আলেমগণ তাদের ভ্রষ্ট ও ভ্রষ্টতার প্রচার এবং প্রসারকারী হিসাবে বিবেচনা করে। তাদের সাথে কোন ধরনের সম্পর্ক রাখা জায়েজ হবে না। দ্বিতীয়ত: মান্নত আল্লাহ তায়ালার নামে করতে হয়। কোন দরবার বা মসজিদে নয়। কোন দরবারে বা মসজিদে বা অন্য কোথাও মান্নত করা সুস্পষ্ট শিরক। তৃতীয়ত: আপনার করা মান্নত নাজায়েজ হওয়ার কারণে আপনাকে মান্নত পূর্ণ করতে হবে না। চতুর্থত: আল্লাহ তায়ালার শুকরিয়া হিসাবে কিছু টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন। সেটা হতে পারে কোন মাদ্রসায় দান কিংবা কোন গরীব মানুষকে সদকা, মসজিদ বা অন্য কোন প্রতিষ্ঠানে সহায়তা ইত্যাদি।