As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1245

যিকির দুআ আমল

প্রকাশকাল: 27 Jun 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। সহিহ মুসলিমে একটা দোয়া আছে। আল্লাহুমা আউযুবিকা মিন আল আযযি ওল কাছালি…(মুসলিম ২৭২২)
আমার প্রশ্ন হলো দোয়াটা অনেক বড়, তাই আমি অর্ধেক মুখস্ত করেছি। আমি যখন দোয়াটার অর্ধেক সিজদা বা অন্য সময় পাঠ করি তখন কেন জানি মনে হয় দোয়াটা কবুল হচ্ছে না । অন্য দোয়া পাঠ করলে যেমন ঈমানের প্রশান্তি পাই এটাতে তেমন পাই না। মনে হয় অন্তর আরো কঠিন হয়ে যায়। এটা কি শয়তানের ওসওয়াসা নাকি অর্ধেক এভাবে পাঠ করা নিষেধ আছে। উল্লেখ্য অর্ধেক মুখস্ত করলেও অর্থের দিক দিয়ে সমস্সা নাই। আশা করি জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অর্ধেক পড়লেও কোন সমস্যা নেই। আপনি নিশ্চিন্তে পড়তে পারেন।