১. সরকারী সঞ্চয় পত্র ক্রয় করলে কিছটা আয়কর ছাড় পাওয়া যায়, এক্ষেত্রে আমি সরকারী সঞ্চয় পত্র ক্রয় করতে পারব কিনা? আর সরকারী সঞ্চয় পত্র থেকে যে মুনাফা পাওয়া যায় তা দিয়ে আয়কর প্রদান করতে পারব কিনা? অনুরুপ ভাবে ডিপিএস খুলে আয়কর ছাড় নেওয়া যাবে কিনা? ইসলামের দৃষ্টিতে জানালে উপকৃত হবো । ২. মনে করেন ০১/০৭/২০১৬ তারিখে আমার কাছে এক লাখ টাকা আছে, ৩০/০৬/২০১৭ তারিখে আমার কাছে হলো তিন লাখ টাকা। এখন আমাকে কত টাকার যাকাত দিতে হবে? এক লাখ টাকার না তিন লাখ টাকার?