As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1230

নামায

প্রকাশকাল: 12 Jun 2009

প্রশ্ন

আস সালামুআলাইকুম। একাকী ফরজ নামাজ পড়ার সময় যদি দেখি কিছু ভাই পরে এসে জামাত করে নামাজ পরতেছে, তাহলে কি আমি আমার নামাজ ছেড়ে দিয়ে তাদের সাথে জামাতে শরিক হতে পারব কি না? আর যদি পারি তাহলে আমার নামাজ ছেড়ে দেয়ার কোন পদ্ধতি আছে কি না? আশা করি উত্তর টি জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার সালাত শেষ করবেন। জামাতে শরীক হবেন না। অবশ্য মসজিদের মূল জামাত হলে সালাত ভেঙ্গে দিয়ে জামাতে শরীক হবেন।