As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1227

যাকাত

প্রকাশকাল: 9 Jun 2009

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি পরম করুণাময় আল্লাহ্ সুবহানু তায়ালার অশেষ রহমতে ভালো আছেন। স্যার, আমার ২টা প্রশ্ন। ১। আমার এক বন্ধুর আর্থিক সমস্যা চলছে। ওর কিছু টাকার প্রয়োজন। আমি সাধারণত রমজানে যাকাত দিয়ে থাকি। আমার কাছে কিছু নেসাব পরিমান টাকা আছে এবং আশা করছি ইংশায়াল্লাহ আগামী বছর রমজান পর্যন্ত থাকবে। আমি চাচ্ছি ওর বর্তমান অসুবিধার কারনে একটা রাউন্ড ফিগার হিসাব করে যাকাতের নিয়াতে ওকে যাকাত দিতে পারব কিনা? পরবর্তিতে যদি এর চেয়ে বেশি হলে বাকিটা পুর্ন করে দেবো। এটা কি করা যাবে?
২। ইমাম সাহেব ছালাত পড়ানোর সময় সূরা ফাতেহার পর মিনিমাম কয়টা আয়াত পড়া আবশ্যক? যেমন একদা এশার ছলাতে উনি প্রথম রাকায়াতে সূরা বাকারার ২৮৪ ও ২৮৫ নং আয়াত পড়লেন তারপর দ্বিতীয় রাকায়াতে ২৮৬ নং আয়াত পড়লেন। এতে কোন সমস্যা আছে কিনা। ইমাম সাহেবকে এই প্রশ্নের উত্তরে বলল যে আয়াত যদি ছোট সূরার কয়েকটা আয়াতের মত হয় তাহলে এক সেই এক আয়াত দিয়েই পড়া যাবে কোন অসুবিধে হবে না। আল্লাহ্ সুবহানুতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনি এখন যাকাত দিতে পারবেন। বছর পূর্ণ হওয়ার আগেও যাকাত দেয়া যায়। বছর শেষে আরো কিছু টাকা জমা হলো সে টাকার যাকাত দিয়ে দিবেন। ২। ইমাম সাহেবের বক্তব্য সঠিক। একটি বড় আয়াত পড়লেই হয়ে যাবে।