As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1226

আকীকা

প্রকাশকাল: 8 Jun 2009

প্রশ্ন

আকীকা দেওয়ার বিধান ও নিয়ম জানতে চাই ।

উত্তর

শিশু জন্মের সপ্তম দিনে আকীকা করা সুন্নাত। ছেলে শিশুর জন্য দুটি ছোট পশু (ছাগল, ভেড়া ইত্যাদি) এবং মেয়ে শিশুর জন্য একটি ছোট পশু আকীকা করবেন। অবশ্য হাদীসে ছেলে শিশুর জন্য একটা দিলেও চলবে বলে উল্লেখ আছে। গরু বা বড় পশু দিয়ে রাসূলুল্লাহ সা. বা সাহাবীরা আকীকা দিয়েছেন বলে জানা যায় না।