As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1214

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 27 May 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হল, কিছু কিছু ইস্তেঞ্জার স্থান এমন যে, পবিত্রতার জন্য টিস্যু ব্যবহার করার পর, পানি নিতে গেলে দেখা যায়, মাটিতে পড়া পানিগুলার ছিটা আসে কাপড়ে । এমন স্থানে পানি নেওয়ার বিধান কি? আবার যে স্থানে পানি নেই বা পানি শেষ হয়ে গেছে, তখন কি করবো?
জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, পবিত্রতা অর্জন করা ফরজ। সেটা শুধু টিস্যু দ্বার হতে পারে, শুধু পানি দ্বারাও হতে পারে। আর দুটিকে এক সাথে ব্যবহার করাকে ফকীহগণ উত্তম বলেছেন। সুতরাং টিস্যু ব্যবহারের দ্বারাই আপনার পবিত্রতা অর্জন হয় যাবে। এখন যদি পানি ব্যহবহার করতে গিয়ে পানির ছিটা কাপড়ে আসে তাহলে পানি ব্যহার করবেন না। পানি না থাকলে পানি শেষ হয়ে গেলে শুধুমাত্র টিস্যু দ্বারাই পবিত্রতা অর্জন করবেন। এটাই যথেষ্ট।