As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1210

প্রকাশকাল: 23 May 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, অনেকে বিশেষ করে নারীরা সিজদার সময় মাটিতে দুই হাত বিছিয়ে দেয়। এই কাজটা হারাম। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তুমি যখন সিজদা করবে তখন তোমার হাতে তালুদ্বয় (যমীনে) রাখবে আর দুই কনুই উঁচু করে রাখবে। সহীহ মুসলিম। অন্য হাদীসে রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তোমাদের কেউ যেন দুই হাতকে কুকুরের মতো বিছিয়ে না দেয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, মুসনাদে আহমাদ, তিরমিযী। আমরা মেয়েরা তো কনুই পায়ের সাথে মিশিয়েই নামাজ পড়ি,যতটা সম্ভব জড়সড় হয়ে। ….কোনটা সঠিক দয়া করে জানাবেন? ছেলে মেয়ের নামাজে কি আসলেই কোনো পার্থক্য নেই? থাকলে কি কি?
২। সাইয়্যেদুল এস্তেগফার : যে ব্যক্তি এই এস্তেগফার সকালে পড়বে, অতপর সন্ধ্যায় আগেই তার মৃত্যু হলে সে জান্নাতী হবে। অনুরুপভাবে কেউ সন্ধ্যায় পাঠ করে সকালের পূর্বেই মারা গেলে সে জান্নাতি হবে। এটা কি সহি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। মহিলা ও পুরুষের মাঝে নামাযে মৌলিক কোন পার্থক্য নেই। তবে রুক, সিজদা ইত্যাদী সময়ে অধিকতর পর্দা রক্ষার্থে এক অঙ্গের সাথে অন্য অঙ্গ মিলিয়ে রাখা ভাল। অধিকাংশ ফকিহ ও ইমামের মত এটাই । হাদীসেও এর ইঙ্গিত পাওয়া যায়। বিস্তারিত জানতে আমাদের দেওয়া ২৮ নং প্রশ্নের উত্তর দেখুন। ২। জ্বী এটা সহীহ হাদীসে আছে। হাদীসটির মূলপাঠ দিয়ে দিলাম। হাদীসটি সহীহ বুখারীতে আছে। হাদীস নং ৬৩০৬”””