As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1207

আকীকা

প্রকাশকাল: 20 May 2009

প্রশ্ন

আস্ সালামু আলাইকুম। *** প্রশ্নঃ (১) আমার জানামতে, আমার দাদা দাদী, বাবা মায়ের এবং আমার নিজের আকীকা করা হয়নি এবং আমি নিজে আমার সন্তানের আকীকা করি নি। এখন প্রশ্ন হলোঃ
# বর্তমানে উক্ত আকীকাগুলো আদায় করলে তা আদায় হবে কিনা? # বর্তমানে উক্ত আকীকাগুলো করা কতটা জরুরী?
# বর্তমানে উক্ত আকীকাগুলোর টাকা দিয়ে অন্য কোন ইসলামিক কাজ করা যাবে কিনা? মহান আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুন। আমীন ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আক্বীকা দেয়া সুন্নাত। ফরজ, ওয়াজিব না। সন্তান জন্মের ৭ম দিনে আক্বীকা দেয়া সুন্নাত। কেউ ্উক্ত সময় না দিলে পরে দেয়া জায়েজ বলে আলেমগণ বলেছেন। আক্বীকার টাকা দিয়ে অন্য কোন কাজ করলে আক্বীকা দেয়া হলো না, এটা আক্বীকা নয়। যেমন কুরবানীর টাকা দান করলে কুরবানী হয় না।