আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। হুজুর আমার প্রশ্নটা হলোঃ- (১) আমি একটা বাড়ীতে টিউশনি করি। আমি যে বাচ্চাকে পড়াই তাকে নামাজ পড়ানো শেখাতে প্রথমে- আমি তাকে বললাম জায়নামাজের বিছানা ফেলানোর সময় ইন্নি ওয়াযাহাতু অজিহা লিল্লাযি ফাতারাহ সামাহ ওয়াতিওয়াল আরদা হানিফা মিনাল মুশরিকিন বলতে কিন্তু এই কথাটি তার মা জানতে পেরে, আমাকে বলল, আপনি আমার বাচ্চাকে এসব শিখাবেন না। কারণ রসূল (সঃ) এসব করেনি। তিনি বললেন, নামাজের নিয়ত মুখে বলতে নেই এটা মনে মনে বলতে হয়, আর সূরা কিরাত ও আল্লাহুআকবর, সামিয়াল্লা হুলিমান হামিদা এগুলো মুখে বলতে হয়। হুজুর সঠিক কি সহি হাদিস ও দলিল দ্বারা আমাকে জানাকে খুশি হব। (২) আর তিনি বললেন বেতর নামাজ এর দ্বিতীয় বৈঠকের সময় তাশাহুদ না পড়ার জন্য। এটা আমার জানা ছিল না। সহি হাদিস ও কুরআন দ্বারা আমাকে জানালে উপকৃত হব।