As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1195

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 May 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম শায়খ আমি একটি পারিবারিক ব্যাপারে দিদ্ধায় আছি। আমি বি,এস,সি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি এবং আপাদত চাকরি খুজছি। আমি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে (আমেরিকা) যেতে চাই, কিন্তু আমার মা বাবা (বিশেষ করে মা) চান উচ্চ শিক্ষার চিন্তা বাদ দিয়ে দেশেই চাকরি ব্যাবস্থা করে দ্রুত বিয়ে করি। এর পরেও যদি পড়াশুনা করতে চাই তবে সেটা যেন বিয়ের পরে করি। কিন্তু বিয়ের পরে স্ত্রীকে রেখে দেশের বাইরে যেয়ে ৪/৫ বছর থাকা এটা চরম অমানবিক ও অন্যায় হবে, আর এরকম আমি কখনোই করব না। এখন ব্যাপারট এমন হয়েছে বিয়ে করলে উচ্চ শিক্ষা হবে না, আর উচ্চ শিক্ষা করতে চাইলে আপাদত বিয়ে হবে না (যা আমার বাবা মা চান না)। এদিকে আমার বর্তমান বয়স ২৭ (আসল)। এখন আমার কি করা উচিত? আমি যদি আমার ইচ্ছাকেই প্রাধান্য দেই তবে কি পাপ হবে? নাকি বাবা মা র ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে বিয়ে করে নেয়া উচিত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. পিতা-মাতার কথা উপেক্ষা করে জিহাদের যেতেও নিষেধ করেছেন। তাহলে আপনি উচ্চশিক্ষার জন্য কেন তাদের কথা উপেক্ষা করে বিদেশে যাবেন? আপনার উচিৎ হলো দেশে থেকেই কাজ করা।