As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1191

সফর

প্রকাশকাল: 4 May 2009

প্রশ্ন

আমি জানি কছর নামাজের বিধান কিন্তু আমি বুঝতে পারছি না একটা বিষয় সেটা হল
আমি যে কোম্পানিতে চাকরি করে সেটার কাজ প্রায় জায়গাতে ৭/১২ দিন মানে ১৫ দিনের কম একেক সময় একেক জায়গায় যেতে হয় কিন্তু বাড়িতে যাওয়া হয় না মানে বাড়িতে ১/২ মাস পরপর যাওয়া হয়॥ তাহলে আমি যেখানে অবস্থান করতেছি সেখানে কি কছর নামাজ আদায় করতে হবে কি না? স্থান পরিবর্তন হলেও সেটা ৪৮ মাইলের বেশী হয়। যেমন ধরেন, বাড়ি সিরাজগঞ্জ আসলাম ঢাকা ২ দিন থাকলাম তারপর সিলেট ১ দিন পর আবার সুনামগঞ্জ ৫ দিন পর আবার সিলেট ॥ সঠিক উত্তরটা বলবেন প্লিজ।

উত্তর

আপনার বাড়ি সিরাজগঞ্জ হলে আপনি ঢাকায় গিয়ে কসর করবেন ১৫ দিনের কম থাকার নিয়ত করলে, সিলেটে গিয়েও কসর করবেন ১৫ দিনের কম থাকলে, সুনমগনন্জ গিয়েও যদি ১৫ দিনের কম থাকার নিয়ত করেন তাহলেও কসর করবেন, তেমনি আপনার বাড়ি থেকে ৪৮ মাইল দূরে কোন শহরে গিয়ে ১৫ দিনের কম থাকার নিয়ত করলে কসর করবেন। বিভিন্ন শহরে যদি ১৫ দিনের কমে থাকেন সব মিলে যদি কয়েক মাস হয় তবুও আপনি মুকিম হবেন না, মুসাফিরই থাকবেন, কসর করবেন।