As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1187

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 Apr 2009

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম হুজুর। একটা প্রশ্ন। আমার আম্মা গত রমজানে অসুস্থতার জন্য ১১টি রেজা রাখতে পারেননি। আমার ইচ্ছা আমি আমার আম্মার অসম্পূর্ণ রোজা গুলো রেখে পুরণ করে দিব। আমার এক বন্ধু বল্লেন আমি যদি কারো জন্য রোজা রাখি সেটা হবেনা। আমি এখন পর্যন্ত ৩টি রোজা রেখেছি। আমি কি আমার আম্মার জন্য রোজা রাখতে পারবো না? ইসলাম এ ব্যপারে কি বলে? জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বন্ধু যা বলেছেন সেটাই সঠিক। আপনার আম্মা রোজা রাখতে না পারলে তিনিই পরবর্তীতে কাজা করবেন, আপনি করলে হবে না। কুরআনে স্পষ্টভাবেই বলা হয়েছে অসুস্থাতার কারণে রোজা রাখতে না পাররে পরে তার কাজা করবে।