As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1182

রোজা

প্রকাশকাল: 25 Apr 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই?
১. নফল বা সুন্নত রোযার জন্য কেউ যদি পূর্ব থেকে নিয়ত করে না রাখেন, আর ঘুম থেকে উঠে ফযরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেও রোযা থাকার নিয়ত করতে চান, তাহলে কি সিয়াম হবে?

উত্তর

হ্যাঁ, হবে দুপুরের আগে নিয়ত করলেই নফল রোজা হবে।