As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1177

আকীকা

প্রকাশকাল: 20 Apr 2009

প্রশ্ন

কোরবানির সাথে কি আকিকা দেয়া যাবে?

উত্তর

একই পশু দ্বারা কুরবানী ও আক্বীকা দেয়া রাসূলুল্লাহ সা. কিংবা সাহাবীদের থেকে পাওয়া যায় না।আক্বীকা সন্তান জন্ম হওয়ার আনন্দ আর কুরবানী ভিন্ন আনন্দ, দুটিকে এক করে ফেলা উচিৎ নয়। আমাদের উচিৎ সুন্নাত অনুযায়ী আলাদা দিনে আলাদা পশু দ্বারা আক্বীকা করা । তবে ফকিহগণ বলেছেন যদি কেউ একই পশু দ্বারা কুরবানী ও আক্বীক দেই তাহলে জায়েয হবে।