As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1171

নামায

প্রকাশকাল: 14 Apr 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম।আমার আব্বা মনের ভুলেও নামাজ পড়তে চায় না। বললে আরো কথা কাটাকাটি করে। তবুও অনেকভাবে বলেছি। এইজন্য আমি তার সাথে (প্রয়োজন ছাড়া) বলিনা। এতে কি আমার গোনাহ হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কথা বাদ দেয়ার প্রয়োজন নেই। স্বাভাবিক কথা বলবেন। আপনার দায়িত্ব শুধু দাওয়াত পৌছে দেয়া । কোন অবস্থাতেই খারাপ ব্যবহার করবেন না। দুআ করতে থাকুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন ।