As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1169

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 Apr 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম …আমার প্রশ্ন হচ্ছে … আমার বাবা মা দুইজনই লোকজনের সামনে অনেক ইনসাল্ট করে…যা আমার কাছে খুবই খারাপ লাগে…কিছু বললেই অনেক বকা খেতে হয়..আমি বেশির ভাগ ক্ষেত্রে নীরবতা পালন করি …মাঝে মধ্যে অনেক উচ্চ কন্ঠে কথা বলি … আর খোঁটা দেয় …যেমন খাবার নিয়ে, টাকা নিয়ে ইত্যাদি …. পরিবারের কাছ থেকে র্সাপোট জিনিস টা পাইনা… আমি জানি মা বাবা সর্ম্পকে খারাপ মন্তব্য করা উচিত না….তাই আমি রহমানের কাছে মাফ চাই… জানার কারণে আমি প্রশ্ন করলাম… ইসলাম এই ব্যাপারে কি বলে?…আসসালামু আলাইকুম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাবা-মা থেকে কোন খারাপ কাজ প্রকাশ পেলে আল্লাহ তায়ালার কাছে দুআ করতে হবে এবং এমন কোন কৌশল অবলম্বন করে তাদেরকে সংশোধন করতে হবে যাতে তারা কোন কষ্ট না পায়। আপনি হতাশ হবেন না, ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। হতাশ হওয়া শয়তানের কাজ। এবং কোন অবস্থাতেই বাবা-মার সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, فَلاَ تَقُل لَّهُمَآ أُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلاً كَرِيمًا তোমরা পিতা-মাতাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না এবং তাদের সাথে কোমল ভাষা কথা বলো।সূরা বনীইসরাইল, আয়াত ২৩।