As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1168

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 Apr 2009

প্রশ্ন

আস সালামু আলায় কুম । আগের প্রশ্ন গুলার উত্তর দেওয়ার জন্য জাঝাকাল্লাহ খাইরান। আগের প্রশ্ন এ জিজ্ঞাসা করেছিলাম ছবি বিষয় । আপনাদের পরামর্শ মত এখন ইন শা আল্লাহ মানুষ ও প্রাণী এর ছবি ছাড়া কাজ করার চেষ্টা করতেছি। আমার জন্য দোয়া করবেন। আজকের প্রশ্ন হল আপনারা হয়তবা জানেন যে, ওয়েবসাইট এর এইচটিএমএল বা ওয়ার্ডপ্রেস থিম ও ওয়ার্ডপ্রেস প্লাগিন বানানো যায় যেটা নিজের বা অন্য কোন মার্কেট প্লেস এ বিক্রয় করা হয়। আর এই বিক্রয় এড় পর ফ্রী সাপোর্ট ও দিতে হয় যেমন ধরেন বাজারে টিভি ফ্রিজ কেনার পর বিক্রয় উত্তর সেবা থাকে সে রকম। আমার প্রশ্ন হল আমি যদি ইসলামের সকল বিধি বিধান মেনে থিম বা প্লাগিন বানাই এবং বিক্রয় করি কিন্তু যেহেতু আমি জানি না কে আমার থিম বা প্লাগিন কিন্তেছে বিক্রয় এর পর দেখা গেল ক্রেতা কোন গানের সাইট বা ভিডিও এর সাইট বা ইসলাম এ নিষিদ্ধ কোন জিনিস এর সাইট এ আমার থিম বা প্লাগিন টা ব্যাবহার করবে যদিও আমি তাদের উদ্দেশ্য করে ওগুলা বানাই নাই । এখন যদি তারা সাপোর্ট চায় আর আমি সাপোর্ট দেই তাহলে কি আমি গুনাহ গার হব? এ সম্পর্কে ইসলামের বিধি বিধান কি বা আমার কি করনিয় আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন জেনে আমাদের অনেক ভাল লাগলো। আমরা আল্লাহ তায়ালার শুকরী আদায় করছি। আপনি উক্ত ব্যবসা করতে পারবেন, জায়েজ আছে। যেমন, কম্পিউটারের ব্যাবসা জায়েজ। তবে যদি সুযোগ থাকে তাহলে এমন ব্যবসা করা উচিৎ যা সর্বদিক থেকে পরিচ্ছন্ন থাকে।হালাল-হারামের সন্দেহের কোন অবকাশ না থাকে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন।